ঢাকায় আন্তর্জাতিক পোল্ট্রি শো শুরু ২ মার্চ


প্রকাশিত: ১১:০৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) আগামী ২-৪ মার্চ  অনুষ্ঠিত হতে যাচ্ছে সবচেয়ে বড় পোল্ট্রি শো ও সেমিনার। পোল্ট্রি শো-এ এবারের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘পোল্ট্রি ফর বেটার টুমরো’।

এবারের মেলায় দেশি-বিদেশি মোট ১৯৫টি পোল্ট্রি সংশ্লিষ্ট কোম্পানি তাদের পণ্য ও প্রযুক্তি নিয়ে হাজির হবেন। মেলায় থাকছে ৪৯০টি স্টল। বিশ্বের ২০টি দেশের প্রতিনিধিরা তিন দিনব্যাপী এ শো’তে অংশ নিচ্ছেন।

রোববার জাতীয় প্রেসক্লাবে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) আয়োজিত ‘মিট দি প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

আয়োজকরা জানান, দেশীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পোলট্রি বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা মোট ১০৪টি টেকনিক্যাল পেপার উপস্থাপন করবেন। আকর্ষণ বাড়াতে এবার টিভি ও সংবাদপত্রে বিজ্ঞাপন প্রচার ছাড়াও ৩ মার্চ মেলা প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ২-৩ মার্চ দিনভর কুইজ শো ও তাৎক্ষণিক পুরস্কার বিতরণীর ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়াও আছে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে খামার বাড়ি হয়ে আইসিসিবি পর্যন্ত ফ্রি শাটল বাস। সংবাদ কর্মীদের জন্যও প্রতিদিন ডিআরইউ এবং প্রেসক্লাবের সামনে থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। পোল্ট্রি দুনিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, পণ্য ও জ্ঞান সবার জন্য উন্মুক্ত করতে মেলায় প্রবেশ এবং সেমিনারে অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত রাখা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শামসুল আরেফিন সাধারন সম্পাদক মো. সিরাজুল হক , সহ-সভাপতি জাহিদুল ইসলাম, খালেদ আহমেদ প্রমুখ।

এএস/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।