কক্সবাজারে ৩৫টি ঘর আগুনে পুড়ে ছাই


প্রকাশিত: ১১:০৭ এএম, ০৭ এপ্রিল ২০১৫

কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়ায় ভয়াবহ আগুনে ৩৫টি ঘর পুড়ে গেছে। মঙ্গলবার সকাল আটটায় এ ঘটনা ঘটে। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট, পরিধেয় কাপড়, হাঁস-মুরগী পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

পশ্চিম বাহারছড়া যুব উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম জাগোনিউজকে জানান, সকাল ৮টার দিকে নুর মোহাম্মদ এর বসত-বাড়িতে দুই শিশু আগুন নিয়ে খেলছিল। এসময় হঠাৎ কাপড়ে আগুন লেগে যায়। কাপড় থেকে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির বাঁশের বেড়ায়। এতে মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ১৬ ইসিবি সেনা বাহিনী, বিমান বাহিনী ও দমকল বাহিনীর আগুন নির্বাপক একটি গাড়ি ঘটনাস্থলে আসে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কক্সবাজার দমকল বাহিনী সূত্র স্থানীয়দের বরাদ দিয়ে বলেন, হাছিনা বেগম, নাছির উদ্দিন, মোহাম্মদ জিয়া, আবদুশ শুক্কুর, দিলু সওদাগর, বদি আলম, মোহাম্মদ শাহজাহান ও নুর মোহাম্মদের বসতবাড়িসহ ৩৫ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির প্রয়োজনীয় মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, হাঁস-মুরগীসহ পরিধেয় সব কাপড়ই পুড়ে গেছে।

এসএইচএ/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।