‘নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি অযৌক্তিক’


প্রকাশিত: ০৮:৩১ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

নতুন করে গ্যাসের দাম বৃদ্ধিকে অযৌক্তিক আখ্যা দিয়ে অবিলম্বে তা স্থগিত করে নতুনভাবে বিবেচনা করার দাবি জানিয়েছেন বিশিষ্ট কলামিষ্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত অবস্থান ধর্মঘটকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গ্যাসের দাম বাড়ানো সম্পূর্নভাবে অযৌক্তিক। এর পক্ষে কোন ধরণের যুক্তি নেই। এটি বাংলাদেশের অর্থনীতিতে বিরুপ প্রভাব বিস্তার করবে। তাই সরকারকে অনুরোধ করবো অবিলম্বে এটি স্থগিত করে পুন:বিবেচনা করতে।

সৈয়দ আবুল মকসুদ বলেন, নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি মানেই  জনগনের বিরুদ্ধে অবস্থান নেয়া। আর সরকার ফের সেটিই করেছে। আমরা নাগরিক সমাজ এটা কোনভাবেই মেনে নিতে পারি না।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দে সাকি বলেছেন, অবৈধ সরকার তার বড় বড় প্রকল্পের দুর্নীতির ঘাটতি পূরনের জন্যই অহেতুক গ্যাসের দাম বৃদ্ধি করেছে। যা সম্পূর্ণ জনবিরোধী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাসদ সাধারণ সম্পাদক খালেকু্জ্জামান, নারি নেত্রী মোশরেফা মিশু প্রমুখ।

এএস/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।