শাহজালালে পৌনে ২ কেজি স্বর্ণসহ আটক ৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ৭০০ গ্রাম স্বর্ণসহ ছয় জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের ১ নম্বর ক্যানোপি থেকে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে ওই স্বর্ণ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন কামরুল হাসান (৫২), তার স্ত্রী ইসমত আরা (৩৫), মহসিন (৪০), মজিবুর (৪৫), জেসমিন (৩০) ও আজাদ (৫২)। বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল।
তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ কয়েকজন অবতরণ করেন। সন্দেহের ভিত্তিতে ১ নম্বর ক্যানোপি গেটে তাদের লাগেজ তল্লাশি করে চৌদ্দটি বার ও অলঙ্কার উদ্ধার করা হয়।
জেইউ/বিএ/পিআর