দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর জন্য আলাদা ডিভিশন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর জন্য আলাদা ডিভিশন করা হবে। বরিশাল ও ঝালকাঠির মাঝামাঝি স্থানে এ ডিভিশন এলাকা হবে। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সভাকক্ষে পটুয়াখালী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সে এ ঘোষণা দেন তিনি।
পটুয়াখালী জেলা ছাড়াও নেত্রকোনা জেলা এবং বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংশ্লিষ্টদের সাথে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। পটুয়াখালী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সাথে ভিডিও কনফারেন্স ছাড়াও সমাপনী বক্তৃতায়ও দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর জন্য আলাদা ডিভিশন করার কথা জানান।
তিনি বলেন, আমরা সেনাবাহিনীর জন্য আরও একটি ডিভিশন করতে চাই। বরিশাল ও ঝালকাঠির মাঝামাঝি এই ডিভিশন হবে। এ সময় দক্ষিণাঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি নিজেও সংশ্লিষ্ট এলাকার সমস্যা ও সম্ভাবনা শুনে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
নেত্রকোনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সাথে কনফারেন্সের সময় প্রধানমন্ত্রী সেখানে মৎস্য অভয়ারণ্য করার নির্দেশ দিয়ে বলেন, এতে অনেক মানুষের কর্মসংস্থান হবে, উন্নতি হবে। সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী কোনো মানুষ যেন গৃহহারা না থাকে সে জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে বলেন, খাস জমিগুলো ব্যবহার করতে হবে।
প্রধানমন্ত্রী দরিদ্র বিমোচনের জন্য কোন কোন খাতে কী কী কাজ করা যায়, তা খুঁজে বের করতে নির্দেশ দেন। তিনি বলেন, কোনো জমি যেন পতিত পড়ে না থাকে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সঞ্চালনায় ঢাকা বিভাগীয় কমিশনার অফিস, শরিয়তপুর, নারায়ণগঞ্জ, ভোলা, ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটি ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বিএ/পিআর