বিশ্ব স্বাস্থ্য দিবস আজ
আজ ৭ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। যথাযোগ্য মর্যাদায় পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে। বিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় `নিরাপদ পুষ্টিকর খাবার : সুস্থ জীবনের অঙ্গীকার`। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা দিবস হিসেবে প্রতি বছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়।
আজ স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আলোচনা সভা, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী ও সচেতসতামূলক কার্যাবলি ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালন করছে। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অন্যান্য জেলা ও উপজেলায়ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হবে।
বিদসটি উপলক্ষে প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে বলেন, `সরকার জনস্বাস্থ্যের উন্নয়নে চিকিৎসা সুবিধা বৃদ্ধি, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নসহ ব্যাপক কর্মকাণ্ড বাস্তবায়ন করছে।`
এদিকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন আগামী ৯ এপ্রিল থেকে রাজধানীতে শুরু হচ্ছে। ‘রিয়ালাইজিং ইউনিভার্সাল হেলথ কাভারেজ (ইউএইচসি) গোলস: এন ইন্টারন্যাশনাল পলিসি এ্যান্ড সলিউশন কনফারেন্স’ আগামী ৯-১১ এপ্রিল রাজধানীর হোটেল র্যাডিশন ব্লু’তে অনুষ্ঠিত হবে।
বিএ/এমএস