ঢাকার ৫ থানার ওসি বদলি


প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকার পাঁচ থানায় অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে।
 
শনিবার ডিএমপি হেড কোয়ার্টার্সের উপ-পুলিশ কমিশনার (ডিসি-সদর দফতর ও প্রশাসন) আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
 
বদলিকৃতদের মধ্যে শাহবাগ থানার ওসি মো. আবু বকর সিদ্দিককে গুলশান থানায়, কোতোয়ালি থানার মো. আবুল হাসানকে শাহবাগ থানায়, ভাষানটেক থানার ওসি মো. নজরুল ইসলামকে মিরপুর থানায়, শেরেবাংলা নগর থানার ওসি (তদন্ত) মুন্সী ছাব্বীর আহ্ম্মদকে ভাষানটেক থানায় এবং তেজগাঁও থানার ওসি (তদন্ত) এবিএম মশিউর রহমানকে কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে ।  
 
বদলির আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
 
এআর/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।