জাকির খানের মরদেহ ঢাকার পথে


প্রকাশিত: ০৭:২৩ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

নিউইয়র্কের ব্রঙ্কসে ছুরকিাঘাতে নিহত বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা জাকির খানের মরদেহ ঢাকার পথে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ১১টায় এমিরেটসের একটি ফ্লাইটে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে।

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদ প্রাঙ্গণে জাকির খানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে রাত ১১টার ফ্লাইটে জাকির খানের মরদেহ বিমানে তোলা হয়।

প্রসঙ্গত, বুধবার সকালে নিজ বাড়িতে বাড়ির মালিকের ছুরিকাঘাতে খুন হন জাকির খান। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে জাকির খান ছিলেন পরিচিত মুখ ও জনপ্রিয় ব্যক্তিত্ব। কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে ছিল তার সরব উপস্থিতি।

জাকির খানের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। জাকির খান নিউইয়র্কে পার্কচেস্টার রিয়েল এস্টেট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।