খালেদার বাসায় গেছেন আব্দুল আউয়াল মিন্টুর স্ত্রী ও ছেলে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসভবনে গেছেন প্রার্থিতা বাতিল হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর স্ত্রী নাসরিন আউয়াল এবং ছেলে তাবিথ এম আউয়াল।
বিএনপি চেয়ারপারসনের বাসভবনসূত্রে জানা যায়, রাত সাড়ে দশটায় চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে ভেতরে ঢোকেন মিন্টুর স্ত্রী ও ছেলে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তারা খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন থেকে আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিল করা হলেও, তার ছেলে তাবিথ এম. আউয়ালের প্রার্থিতাকে বৈধ ঘোষণা করা হয়।
এসআরজে