দেশে ফিরেছেন লিবিয়ায় অপহৃত দুই বাংলাদেশি


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৬ এপ্রিল ২০১৫

লিবিয়ায় আইএস জঙ্গীদের হাতে অপহৃত জামালপুরের হেলাল উদ্দিন ও নোয়াখালীর আনোয়ার হোসেন দেশে ফিরেছেন। সোমবার সন্ধ্যায় এমিরেট এয়ার লাইন্সের একটি বিমানে তারা বাংলাদেশে পৌঁছান।

হেলাল উদ্দিন জাগো নিউজকে জানান, সোমবার সন্ধ্যায় তিনি ও নোয়াখালীর আনোয়ার হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তারা দু`জনেই সুস্থ আছেন।

উল্লেখ্য, লিবিয়ার একটি তেল কোম্পানিতে কর্মরত অবস্থায় গত ৬ মার্চ জামালপুরের হেলাল উদ্দিন ও নোয়াখালীর আনোয়ারসহ ৭ জন অপহৃত হন। ৯ ফেব্রুয়ারি লিবিয়ার বাংলাদেশ দুতাবাস খবরটি নিশ্চিত করে। ১৮ দিন আইএস জঙ্গীদের হাতে বন্দি থাকার পর গত ২৫ মার্চ জিম্মিদশা থেকে মুক্তি পান হেলাল উদ্দিন ও আনোয়ার।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।