লালবাগে বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২


প্রকাশিত: ০৯:৫০ এএম, ০৬ এপ্রিল ২০১৫

রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগরের একটি বাসায় থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ দু`জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে যৌথভাবে লালবাগ ও চকবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে শহীদনগর ৫নং গলির জনৈক আতিকুর রহমান -এর ৩০৬/৩নং বাসার ৭ম তলা থেকে ওই ২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত দু`জন হলেন- বেলাল হোসেন খান (২২) ও আল রিসালাত (২৪)। তাদের নিকট থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম গান পাউডার, ১ কেজি ৭০০ গ্রাম বিষ্ফোরক, ৯৫০ গ্রাম পটাসিয়াম ও ২৭টি ককটেল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ জোনের ডিসি মোহাম্মদ মফিজ উদ্দিন আহমেদ।

এর আগে গত ১৯ মার্চ রাতে লালবাগ থানা এলাকার ৬২ নং ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা মীর আশরাফ আলী আজম ও বিএনপি নেতা মীর শরাফত আলী সপু এর ভাই যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী এর লালবাগস্থ বাসা থেকে বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

এ সংক্রান্তে লালবাগ থানায় একটি মামলা রুজু হয়। মামলাটির তদন্তকালে আজ (সোমবার) লালবাগ ও চকবাজার থানা এলাকায় অভিযানে উক্ত বিষ্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়।

জেইউ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।