হরতালেও মঙ্গলবার এইচএসসি পরীক্ষা হবে


প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৬ এপ্রিল ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে আদালত মৃত্যুদণ্ড বহাল রাখায় সারাদেশে দুই দিনের হরতাল ডেকেছে জামায়াত।

তবে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের মধ্যেও মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে আন্তশিক্ষা বোর্ড সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকাল ১০টায় এইচএসসি, ভোকেশনালের ইংরেজি ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবু বক্কর ছিদ্দিক বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হরতালের মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএস/এআরএস/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।