ভাষা দিবসে নিঃস্ব মায়েদের পাশে ফ্রেন্ডস ফরএভার


প্রকাশিত: ০৬:০২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অসহায়, দুস্থ, অবহেলিত ও নিঃস্ব বৃদ্ধ মায়েদের পাশে দাঁড়ালো ঢাকার উত্তরাস্থ ফ্রেন্ডস ফরএভার। ভাষা দিবস উপলক্ষে মানবিক সহযোগিতা দানে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে ফ্রেন্ডস ফরএভার।

বুধবার সংগঠনটির গৃহীত কর্মসূচির অংশ হিসেবে উত্তরাস্থ আপন নিবাস বৃদ্ধাশ্রমে নিঃস্ব মায়েদের মাঝে খাবার বিতরণ, প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ প্রদান করে।

এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি আবিদ হোসেন বলেন, মানবতার সেবায় আমরা কয়েকজন সংগঠিত হয়েছি। প্রতি বছরই আমরা এই ধরনের কিছু ক্ষুদ্র চেষ্টা করি। এবার আশ্রমের মায়েদের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রীসহ নগদ অর্থ প্রদান করেছি। সারাদিন তাদের সঙ্গে কাটিয়েছি।

তিনি এ ধরনের কর্মকাণ্ডে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

এমএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।