পাঁচ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা
রাজধানীর মহাখালী, বনানী ও গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বুধবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
নির্ধারিত পরিমাপের চেয়ে চওড়া সাইনবোর্ড লাগানোর অপরাধে মহাখালীর ২টি মোবাইলের দোকান, বনানীর চেয়ারম্যান বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশন প্রতিষ্ঠান ডিজনি ডেন এবং স্যামসাং কাস্টমার কেয়ার সেন্টারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ সময় প্রতিষ্ঠান ৪টিকে আগামী বৃহস্পতিবারের মধ্যে সাইনবোর্ড নামিয়ে ফেলার আদেশ দেয়া হয়।
একই ভ্রাম্যমাণ আদালত ফুটপাত ও রাস্তায় নির্মাণসামগ্রী রাখার দায়ে গুলশান-২ এর ১১১ নম্বর রোডের একটি ভবনের নির্মাতা প্রতিষ্ঠান আপন রিয়েল এস্টেটকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
একইসঙ্গে এই পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনে ৫টি পৃথক মামলা করা হয়েছে।
এমএসএস/বিএ