নববর্ষে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে পুলিশ। রোববার পুলিশ সদর দফতরে এ সংক্রান্ত এক সভায় আইজিপি সংশ্লিষ্ট সবাইকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্দেশ দেন।
পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, নববর্ষ উদযাপনের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সভায় সভাপতিত্ব করেন আইজিপি এ কে এম শহীদুল হক। এতে ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আইজিপি বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ যাতে সবাই আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারে সেজন্য পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
আইজিপি আরো জানান, রাজধানীতে নববর্ষের বৃহৎ জনসমাগম স্থলগুলো ও মঙ্গল শোভাযাত্রায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সব সংস্থার সমন্বয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস/এআরএস/এমএস