রাজধানীর আফতাবনগরে যুবক খুন
রাজধানীর বাড্ডা থানার আফতাবনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম কাজল (২৭)। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আফতাবনগরে বাঁশের সাঁকোর মাধ্যমে লোকজনকে খাল পারাপার করে টাকা তুলতেন কাজল। তিনি বাড্ডার আনন্দনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ওসি আব্দুল জলিল জানান, রাত সাড়ে ৯টার দিকে লোক পারাপার শেষে সাঁকো বন্ধ করে ফিরবেন এমন সময় ৪/৫ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে কাজলকে বুকে ও মাথায় ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি।
পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঠিক কি কারণে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে তা নিশ্চিত জানা যায় নি। তবে তিনি বলেন, লোক পারাপারে ঝামেলা থেকে খুনের ঘটনাটি ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
জেইউ/এসআরজে