কৃষকের প্রয়োজনীয় তথ্যসেবা সরবরাহ নিশ্চিত করা হবে


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৫ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

কৃষি খাতে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে কৃষকের প্রয়োজনীয় তথ্য সেবা সহজবোধ্য ভাষায় সরবরাহ করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। রোববার রাজধানীতে তিন দিনব্যাপী ‘জাতীয় কৃষিপ্রযুক্তি মেলা ২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ বলেন।

তিনি বলেন, খাদ্যশক্তি, প্রাণশক্তি, শ্রমশক্তি ও মেধাশক্তির মূল উৎস কৃষি। এ কারণে কৃষির উন্নতির জন্য কৃষকের প্রয়োজনীয় তথ্যসেবা সহজবোধ্য ভাষায় সরবরাহ নিশ্চিত করা জরুরী। কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানাতেও তাদের স্পষ্ট ভাষায় বোঝাতে হবে।

রাজধানীর কৃষি খামার সড়কে আ কা মু গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য এতে সভাপতিত্ব করেন।

মতিয়া চৌধুরী কৃষি বিষয়ক তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করে বলেন, কৃষিতে নতুন নতুন আবিষ্কার করলেই হবে না, তা কৃষককে বোঝাতে হবে। কৃষকের ভাষাতেই প্রযুক্তির সব বিষয় তুলে ধরতে হবে। কৃষক যখন প্রযুক্তির নানা আবিষ্কার দেখবে তখনই কৃষক সেসব ব্যবহার শুরু করবে।

তিনি বলেন, কৃষিক্ষেত্রে যেটুকু অর্জন হয়েছে তার সিংহভাগই এসেছে দেশের কৃষক ও কৃষিজীবীদের অক্লান্ত প্রচেষ্টায়। তাই কৃষকের চাহিদা অনুযায়ী আমাদের বিভিন্ন সেবার মান স্বচ্ছ ও আধুনিক হতে হবে।

‘প্রযুক্তি দিয়ে করবো কৃষি, সুখে থাকবো দিবানিশি’ এ স্লোগান নিয়ে কৃষিতথ্য সার্ভিসের উদ্যোগে ও কৃষি মন্ত্রণালয় এবং কৃষির সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ মেলা আগামী মঙ্গলবার শেষ হবে।

খামার বাড়িতে আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এখানে কৃষি বিষয়ে যাবতীয় তথ্যসেবা পাওয়া যাবে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।