যশোরে বজ্রপাতে নিহত ২, আহত ৪


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

যশোরে পৃথক তিনটি স্থানে বজ্রপাতে স্কুল ছাত্রসহ দুই জন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোরের উপশহর এলাকার এফ ব্লকের শহিদুল ইসলামের ছেলে ৮ম শ্রেণির ছাত্র নুরুজ্জামান (১৫) ও মণিরামপুরের কোমরপুর গ্রামের চান আলীর ছেলে সাগর হোসেন (২৫)।

আহতরা হলেন, যশোর সদর উপজেলার বাগেরহাট গ্রামের মাহাবুর রহমানের ছেলে মারুফ হোসেন (২৫) ও তার ভাই আব্দুল মান্নান (২৮) এবং মণিরামপুরের সোনা মিয়া ও সাধন বিশ্বাস।

আহতরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্র মতে, উপশহর অনির্বান ক্লাবের মাঠে সহপাঠীদের সাথে ফুটবল খেলছিল নুরুজ্জামান। এ সময় বজ্রপাতে সে মারা যায়। অপরদিকে, মণিরামপুরের সাগর, সোনা মিয়া ও সাধন বিশ্বাস ইঞ্জিনচালিত নসিমনযোগে ঝিকরগাছা এলাকায় আসছিলেন। পথিমধ্যে বাঁকড়া এলাকায় বজ্রপাতে সাগর মারা যান এবং সোনা মিয়া ও সাধন বিশ্বাস আহত হন।

এছাড়া সদর উপজেলার বাগেরহাট গ্রামের দুপুরের দিকে ডিপ টিউবওয়েলে গোসল করছিলেন মারুফ হোসেন ও তার ভাই আব্দুল মান্নান। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তারা দু’জন মারাত্মক আহত হন।

এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।