যাত্রীর পায়ুপথে স্বর্ণের বার : আটক ২


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত দুই যাত্রীর শরীরের স্পর্শকাতর জায়গায় থেকে ১৯টি স্বর্ণ বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। একইসঙ্গে দুই যাত্রীকে আটক করা হয়েছে। আটক দু`জন হলেন- আনোয়ারার বটতলীর শাহাদাত হোসেন (৩৪) ও চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ আবুল বাসার (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে দুবাই ৫৮৯ ফ্লাইটযোগে শাহ আমানতে অবতরণ করেন শাহাদাত। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমকালে শুল্ক গোয়েন্দার দল তাকে আটক করে।

তিনি আরও বলেন, পায়ুপথে স্বর্ণ থাকায় কাস্টমস হলে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। তার হাটাচলাতেও অস্বাভাবিকতা দেখা দেয়। এক পর্যায়ে হাপাতে থাকেন। চোখের নিচেও দাগ দেখা যায়। তবে প্রথমে স্বীকার না করার এক পর্যায়ে স্বর্ণের কথা স্বীকার করেন তিনি। পরে তাকে লুঙ্গি ও ঝুঁড়ি দেয়া হলে টয়লেটে গিয়ে ১৫টি স্বর্ণের বার প্রসব করেন। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ৮৫ লক্ষ টাকা হবে।

এছাড়া পৃথক আরও একটি অভিযানে শুল্ক গোয়েন্দার দল আরেকজন যাত্রীর নিকট থেকে ৪টি স্বর্ণবার উদ্ধার করে। আটক যাত্রীর নাম মোহাম্মদ আবুল বাসার (৩৫)।

জেইউ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।