বিএনপি শুধু গর্জায়, বর্ষায় না : মেনন
বিএনপি মাঝে মধ্য গর্জে ওঠার পরিকল্পনা করলেও তাদের কোনো কার্যকারিতা নেই বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ গণ-আজাদী লীগ আয়োজিত মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশর ২৮তম মৃত্যবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি মাঝে মধ্য গর্জে ওঠার পরিকল্পনা করছে, তাই বড় বড় কথাও বলছে। কিন্তু তাদের বড় বড় কথার কোনো কার্যকারিতা নেই। মাঠেই তার প্রমাণ হয়েছে, গতকাল সমাবেশেও তা দেখা গেছে। আসলে তারা শুধু গর্জায়, বর্ষায় না।
মেনন বলেন, বিএনপি ষড়যন্ত্র করছে এবং করে যাবে। তাদের সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এজন্য আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের সপক্ষের দলের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আবদুর রশিদ তর্কবাগীশ সম্পর্কে তিনি বলেন, ভাষা আন্দোলন, সায়ত্বশাসন আন্দোলন ও স্বৈরাচার পতনে অগ্রণী ভূমিকা ছিল আব্দুর রশিদ তর্কবাগীশের। বিভিন্ন আন্দোলনে তার পরামর্শ ও নেতৃত্বে আমরা জয় লাভ করেছি। তিনি আরো বলেন, আবদুর রশিদ ধর্মপ্রাণ মানুষ হিসেবে যেমন পরিচিতি লাভ করেছিলেন, ঠিক তেমনি ছিলেন একজন অসাম্প্রায়িক নেতা।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক এস কে সিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্রাচার্য, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নরুল রহমান সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক রেজাউর রশীদ খান, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. অসিত বরণ রায় প্রমুখ।