রোনালদোর পাঁচ গোলে রিয়ালের বড় জয়
বার্সেলোনার কাছে এল ক্লাসিকো হেরে শিরোপা দৌঁড়ে অনেকটা পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ রোববার গ্রানাডাকে ৯-১ গোলে বিধ্বস্ত করে দুর্দান্তভাবে জয়ের ধারায় ফিরেছে।
স্প্যানিশ লা লিগার এই খেলায় মাত্র আট মিনিটে হ্যাটট্রিকসহ পাঁচ গোল তুলে নেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। এছাড়া সান্টিয়াগো বার্নাব্যুতে গোল পেয়েছেন গ্যারেথ বেল এবং করিম বেনজেমাও।
২৮ রাউন্ড শেষে কাতালনদের থেকে চার পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়ে কার্লো আনচেলাত্তির শিষ্যরা। এই অবস্থায় শেষের দশ রাউন্ডে পুরো ৩০ পয়েন্টে চোখ রিয়ালের। সেই লক্ষ্যে শুরুটা খারাপ হলো না ‘দ্য গ্যালাকটিকোসদের। আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই প্রথম ম্যাচেই ফর্মে ফেরার ইঙ্গিত দিল নু ক্যাম্পের অধিবাসীরা। আর বড় ব্যবধানে হারাল গ্রানাডাকে।
অবশ্য গ্যারেথ বেল প্রতিপক্ষের গোলমুখ খোলার আগে দারুণ লড়াইয়েরই আভাস দিচ্ছিল পয়েন্ট টেবিলের ১৯ নম্বর দল গ্রানাডা। কিকঅফের প্রথম ২৫ মিনিট রক্ষণে দৃঢ়তা দেখিয়েছে তারা। কিন্তু সেই দৃশ্যপট বদলে যেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। খেলার ২৫ মিনিটে টনি ক্রসের পাস থেকে বল পেয়ে রিয়াল সমর্থকদের আনন্দে ভাসান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। এরপর খেলার ৩০, ৩৬ ও ৩৮ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো।
৪-০ স্কোরলাইনে বিরতি থেকে ফিরে আরো ক্ষুরধার হয়ে ওঠে রিয়াল। হামেস রদ্রিগেজের পাস থেকে দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে গোল করেন করিম বেনজেমা। দুই মিনিট বাদে ম্যাচে নিজের চতুর্থ গোল করেন রোনালদো। গ্যারেথ বেলের নিকট থেকে বল পেয়ে গ্রানাডার জাল কাঁপান পর্তুগিজ ফুটবলার। ৫৬ মিনিটে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৭-০ করেন বেনজেমা। ৭৪ মিনিটে একটি গোল শোধ দেয় সফরকারীরা। কিন্তু ম্যাচের শেষ দিকে আত্মঘাতী গোলে ভারটা আবার বেড়ে যায় তাদের। ৮৯ মিনিটে নিজের পঞ্চম গোল করে গ্রানাডার ক্ষতটা আরো বাড়ান রোনালদো।
রোববার রিয়ালের এই জয়ের পর ২৯ রাউন্ড শেষে রিয়ালের সংগ্রহ ৬৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১ পয়েন্ট নিচে তারা।
একে /আরআইপি