বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

বাংলা ভাষাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বাংলা ভাষাকে আমরা জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে দেখতে চাই। আমাদের ৩২ কোটি বাঙালির এটা দাবি।’

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলা বিশ্বের সপ্তম ভাষা। কাজেই জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে আমরা বাংলা চাই।’

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা  কেন্দ্রীয় শহীদ মিনারে  ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।