পল্লীতে বিদ্যুতের উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তা


প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

পল্লী এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও সিস্টেম লস কমাতে বিশ্বব্যাংক সহায়তা করছে। রোববার বিশ্বব্যাংক আবাসিক কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংক ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ৬০ কোটি মার্কিন ডলার ব্যয়ে ‘পল্লী বিদ্যুৎ সংযোগ লাইন ও বিতরণ ব্যবস্থা’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন করে। এর আওতায় সিস্টেম লস কমানোর জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপন ও বিদ্যমান লাইনকে আপগ্রেড করা হবে।

প্রকল্পটি বাস্তবায়নে ৩৩/১১ কেভি সাবস্টেশন স্থাপনে ইতোমধ্যে স্থান নির্বাচন করা হয়েছে। এছাড়া সাবস্টেশন স্থাপনে প্রয়োজনীয় কারিগরি যন্ত্রাংশসহ অন্যান্য উপাদান ক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে।

গ্রামীণ এলাকায় ৪২ শতাংশ বাড়িতে বিদ্যুৎ সংযোগ রয়েছে। তবে এসব বাড়িতেও নির্বিঘ্নে বিদ্যুৎ পেতে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।