ঝিনাইদহ এক্স ক্যাডেট এসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত


প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

ঝিনাইদহ এক্স ক্যাডেট এসোসিয়েশন (জেক্সকা) এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মুহম্মদ মারুফ হাসান বিপিএম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত মো. মাহবুব আলীম।

শেখ মুহম্মদ মারুফ হাসান বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন) হিসেবে কর্মরত আছেন। এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও অনুষ্ঠিত নির্বাচনে নতুন বছরের দায়িত্ব পেলেন তারা।

অন্যান্য পদে নির্বাচিত প্রতিনিধিরা হলেন- রেজাউর রহমান, মো. নজরুল ইসলাম ও হাসান মহিউদ্দিন আহমেদ সহ-সভাপতি, মাহমুদ হাসান সহ-সাধারণ সম্পাদক, শাহেদ শাহরিয়ার শাম্মি কোষাধক্ষ্য, ব্যারেস্টার তানিম খান সাংগঠনিক সম্পাদক, সরদার শাহরিয়ার মামুন প্রকাশনা সম্পাদক এবং আহমেদ ফয়েজী তমাল সাংস্কৃতিক সম্পাদক।

প্রথম বারের মত সভাপতি পদের জন্য দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন- শেখ মুহম্মদ মারুফ হাসান বিপিএম (১০ম ব্যাচ) ও সাবেক সভাপতি ডা: বদরুদ্দোজা (৩য় ব্যাচ)। ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় গুলশানে অবস্থিত ক্যাডেট কলেজ ক্লাবে।

শেখ মুহম্মদ মারুফ হাসান বিপিএম ১৮৩ ভোট লাভ করেন এবং ডা: বদরুদ্দোজা ১৬১ ভোট লাভ করেন।

উল্লেখ্য, ঝিনাইদহ এক্স ক্যাডেট এসোসিয়েশন যাত্রা শুরু করে ১৯৭৩ সালে। শেখ মুহম্মদ মারুফ হাসান বিপিএম ঢাকাস্থ খুলনা জেলা সমিতির সভাপতি, ঢাকার বৃহত্তর খুলনা সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য, ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান, এশিয়ান ফুটবল কনফেডারেশনের ন্যাশনাল সিকিউরিটি অফিসার, বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাব এর সভাপতি, বাংলাদেশ পুলিশ এ্যাথলেটিক ক্লাব (ফুটবল) এর সহ-সভাপতি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

জেইউ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।