শ্রদ্ধা জানাতে ফুল হাতে শিশু মাহিয়াও


প্রকাশিত: ০২:১৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

ফুলেল শ্রদ্ধা, ভালবাসা আর যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। একুশের চেতনায় মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে জাতি অমর একুশে পালন করছে।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বড়দের পাশাপাশি ছোটরাও ফুল নিয়ে ছুটছেন শহীদ মিনারে। এদের মধ্যে এমনই একজন মাহিয়া। বয়স আনুমানিক সাড়ে ৩ বছর। মাহিয়া ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করতে গভীর রাতে রাজপথে বের হয়ে এসেছে।

সাড়ে ৩ বছর বয়সী মাহিয়া তার বাবার হাত ধরে একুশের রাতে রাজধানীর শেওড়াপাড়া ফুলের দোকানে এসেছে, কিনেছে ফুলের তোড়া। এছাড়াও পতাকা কিনে হাতে ধরে রেখেছে সে।

মাহিয়ার বাবার মাহামুদুল হাসান বলেন, একুশে ফেব্রুয়ারি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শিশুদেরও আগ্রহটা অনেক বেশি। আমার মেয়ে আজ রাতেই শহীদ মিনার যাবে এমন জেদ করে আমাকে বাসা থেকে বের করেছে। তবে তাকে পতাকা আর ফুল কিনে দেওয়া শেষে বুঝিয়ে বলেছি যে `কাল সকালেই আমরা শহীদ মিনারে যাবো।

ছোট ছোট কন্ঠে শিশু মাহিয়া জানায়,` ফুল,পতাকা কিনেছি, সকালে ফুল দিতে শহীদ মিনারে বাবা সাথে যাবো।

বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে ভাষা শহীদদের, যাঁদের বুকের তাজা রক্ত রাঙিয়েছিল ঢাকার রাজপথ। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিবেদন করা ফুলে ফুলে ভরে উঠছে শহীদ মিনারের বেদি।

এএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।