বদলি হলেন ১৩ এসপি


প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ পুলিশের ১৩ জন পুলিশ সুপারকে (এসপি) নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত আদেশে বদলীর বিষয়টি জানানো হয়।

তাদের মধ্যে নৌ পুলিশের আনোয়ার হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশ সদর দফতরের মোহাম্মদ শহীদুল্লাহকে সিলেট মেট্রোপলিটন পুলিশে (সিএমপি), পুলিশ সদর দফতরের মোহাম্মদ হেমায়েতুল ইসলামকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি), আরএমপির তোফায়েল আহাম্মদকে ১২ এপিবিএন’এ, ডিএমপির এস এম মেহেদী হাসানকে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে।

৭ম এপিবিএন সিলেটের আশরাফুর রহমানকে ট্যুরিস্ট পুলিশে, বগুড়া হাইওয়ে পুলিশের ইসরাইল হাওলাদারকে ৭ম এপিবিএন সিলেটে, ইন্ডস্ট্রিয়াল পুলিশের মোস্তাফিজুর রহমানকে বগুড়ার হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়াও খাগড়াছড়ি জেলার এসপি মো. মজিদ আলীকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকায়, খুলনার আলী আহমদ খানকে কুষ্টিয়া জেলায়, এসপি প্রলয় চিসিমকে এসবিতে ঢাকায়, ডিএমপির এস এম জাহাঙ্গীর আলম সরকারকে ফেনীতে এবং ফেনীর মো. রেজাউল হককে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।

এআর/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।