খালেদার খনি মামলা প্রধান বিচারপতির কাছে


প্রকাশিত: ১১:২৬ এএম, ০৫ এপ্রিল ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি মামলা প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া মামলার তিনটি রিট ও একটির আবেদন শুনানির জন্য নতুন বেঞ্চ নির্ধারণ করতে প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।

বড়পুকুরিয়া কয়লা খনির মামলার রুল নিষ্পত্তির রায়ের জন্য আজ দিন ধার্য ছিলো। আদালতে উপস্থিত হয়ে খালেদার আইনজীবীরা মামলার শুনানিতে অংশ না নেয়ায় এ আদেশ দেন আদালত।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।