আবারো লাভলুর পরিচালনায় চঞ্চল


প্রকাশিত: ১১:১৪ এএম, ০৫ এপ্রিল ২০১৫

নাটক-চলচ্চিত্র নির্মাণে সফল মানুষ সালাউদ্দিন লাভলু। আর অভিনয়গুণে জনপ্রিয়তার চুঁড়ায় উঠেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এই দুই তারকা জুটি বেঁধে উপহার দিয়েছেন দর্শক নন্দিত অসংখ্য নাটক। প্রায় তিন বছর আগে সর্বশেষ একসাথে কাজ করেছিলেন তারা।

সুখবর হলো, পুরোনো অভিমান সব পিছনে টেলে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন আবারো সালাউদ্দিন লাভলু এবং চঞ্চল চৌধুরী।

বৃন্দাবন দাসের রচনায় ‘ইয়ার আলীর পিয়ারী বউ’ শিরোনামের একটা ধারাবাহিক নাটকে অভিনেতা ও পরিচালক হিসেবে জুটি বাঁধলেন তারা।

এ বিষয়ে সালাউদ্দিন লাভলু জাগোনিউজকে বলেন, ‘কোনো অভিমান নয়, সুযোগ হয়নি বলেই এতদিন আমরা একসাথে কাজ করতে পারিনি। চঞ্চল দেশের সর্বাধিক জনপ্রিয় অভিনেতা এবং আমার নিজেরও খুব প্রিয়। আবার একসাথে হতে পেরে ভালো লাগছে। আশা করছি নাটকটি আনন্দ দিবে দর্শকদের।’

চঞ্চল চৌধুরীও আনন্দ প্রকাশ করে বলেন, ‘লাভলু মানেই জীবনের চরম বাস্তবতার বার্তায় হাস্যরসে ভরপুর নাটক। বহুদিন একসাথে আবারো কাজ করতে পেরে খুব মজা হচ্ছে।’

নিজের চরিত্র সম্পর্কে বলেন, ‘এটি ছয় পর্বের একটি ধারবাহিক। এখানে আমার চরিত্রের নাম ইয়ার আলী। অনেক বয়স হয়ে যায় আমার কিন্তু বিয়ে হয় না। পরে অবশ্য অনেক অপূর্ব এক সুন্দরী মেয়ে আসে আমার জীবনে। এভাবেই গল্প এগিয়ে গেছে।’

আরটিভির জন্য নির্মিত ধারাবাহিকটির দৃশ্যধারণের কাজ চলছে। ছয় পর্বের এই ধারাবাহিকটি ঈদে প্রচার হবে।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।