কেন্দ্রীয় শহীদ মিনারে সোয়াট মোতায়েন


প্রকাশিত: ০২:১৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের স্পেশাল ওয়েপুন অ্যান্ড ট্যাকটিক্সের (সোয়াট) সদস্যদের মোতায়েন করা হয়েছে। শহীদ মিনারের বাড়তি নিরাপত্তার অংশ হিসেবেই তাদের মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার একুশে ফেব্রুয়ারি উদযাপিত হলেও আজ রাতেই শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সাধারণ মানুষ। তাই আজ রাত থেকে সকাল পর্যন্ত দায়িত্ব পালন করবে পুলিশের এই বিশেষ টিম।

সোমবার বিকেলে পুলিশের সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে টহল দেয় সোয়াট। সঙ্গে ছিল ডগ স্কোয়াড কে-নাইন এবং বোম্ব ডিস্পোজাল ইউনিট।

বিকেলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সঙ্গে নিরাপত্তা নিয়ে কথা বলেন।

একুশে ফেব্রুয়ারি উদযাপনে কোনো হুমকি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট হুমকি পাওয়া যায়নি। কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তবে আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং হলি আর্টিসানে হামলার বিষয়টি বিবেচনায় নিয়ে এ বাড়তি সতর্কতা।

এআর/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।