ফ্রান্সে দুই বছরে দ্বিগুণ হবে মসজিদ!


প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৫ এপ্রিল ২০১৫

ইউরোপের দেশ ফ্রান্সে আগামী দুই বছরের মধ্যে মসজিদের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন দেশটির মুসলিম কমিউনিটির এক নেতা। দালিল বুবাকের নামের ওই ধর্মীয় নেতা বলেছেন, বর্তমানে ফ্রান্সে যত মসজিদ আছে সেগুলো মুসলিমদের চাহিদা পূরণে যথেষ্ট নয়।

ফরাসী ইউনিয়ন অফ ইসলামিক অর্গানাইজেশনের বার্ষিক এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। দালিল বুবাকের প্যারিস মসজিদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফ্রেঞ্চ মুসলিম কাউন্সিলেরও প্রেসিডেন্ট।

রাজধানী প্যারিসে শার্লি এব্দোর ওপর ইসলামপন্থীদের হামলায় দশজনেরও বেশি কার্টুনিস্ট নিহত হওয়ার পর স্থানীয় মুসলিমদের ওপর চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

উল্লেখ্য, দেশটিতে বর্তমানে মসজিদের সংখ্যা প্রায় ২,২০০। ফরাসী সরকারের পরিসংখ্যান অনুসারে দেশটিতে মুসলমানের সংখ্যা ৫০ থেকে ৬০ লাখের মতো। পশ্চিম ইউরোপের যেকোনো দেশের চাইতে ফ্রান্সে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।