গেণ্ডারিয়ায় ছুরিকাঘাতে বাড়ির মালিক নিহত


প্রকাশিত: ১০:৩৫ এএম, ০৫ এপ্রিল ২০১৫

রাজধানীর পুরান ঢাকার গেণ্ডারিয়া এলাকায় সানি সরকার (৪৫) নামে এক বাড়ির মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর ১টার দিকে গেণ্ডারিয়ার মিলব্যারাকের একটি দোতলা বাসায় এ ঘটনা ঘটে।

পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে গেন্ডারিয়া থানা পুলিশ। হাসপাতাল ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক সেন্টু চন্দ্র দাস জানান, ছুরিকাঘাতে নিহতের শ্বাসনালী কেটে গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রী এবং দুই ছেলেমেয়েকে নিয়ে বাড়ির দোতলায় থাকতেন সানি। দুপুরে বাসার ছাদে ‘কে বা কারা’ সানিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন ইয়াসমিন জানান, তিনদিন পূর্বে ভাইয়ের বাসায় বেড়াতে আসেন তিনি। দুপুরে কবুতরের খাবার দিতে গিয়ে কিছুক্ষণ পর রক্তাক্ত পড়ে থাকতে দেখা যায় তার ভাইকে।

গেণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, খুনের খবর পাওয়ার পরপরেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। কে কী কারণে সানিকে হত্যা করেছে তা তদন্তের আগে বলা যাচ্ছে না।

তবে তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ঘটনার কিছু পরপরেই ওই বাসার কাজের ছেলে জুম্মন দোতলা থেকে লাফিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আনুমানিক ২২ বছর বয়সী জুম্মন বাসার কাজে সহযোগিতা করতেন।

জেইউ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।