বিষ প্রয়োগে প্রাণী হত্যা করলে কারাদণ্ড
বিষ প্রয়োগে কোনো প্রাণীকে হত্যা বা বিকলাঙ্গ করলে দুই বছর কারাদণ্ড বা ২০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রেখে প্রাণী কল্যাণ আইন-২০১৭ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
নতুন আইনে বলা হয়েছে, আইনানুগ কর্তৃত্ব বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো ব্যক্তি যদি বিষাক্ত বা অনিষ্টকর ওষুধ বা খাদ্য কোনো গৃহপালিত, পোষা বা আবদ্ধ প্রাণীকে খাওয়ান বা প্রয়োগ করেন এবং এ কারণে প্রাণীটির মৃত্যু হয়, বিকলাঙ্গ বা কর্মক্ষমতা নষ্ট হয়, তাহলে তিনি অপরাধী হবেন।
এ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি দুই বছর কারাদণ্ড বা ২০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। কোনো প্রাণীর প্রতি অকারণে নিষ্ঠুর ও নির্দয় আচরণ করলে ৬ মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা করা হবে।
এছাড়া নতুন আইনে বাণিজ্যিক উদ্দেশ্যে পোষাপ্রাণী লালন-পালণ করা যাবে। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের ছাড়পত্র লাগবে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, প্রাণী কল্যাণ আইন লঙ্ঘনের দায়ে যে কারো বিরুদ্ধে পুলিশের এসআইর নিচে নন এবং প্রাণী সম্পদ অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মামলা করতে পারবেন।
এছাড়া আজকের (সোমবার) মন্ত্রিসভায় ২০১৩ সালের শিশু আইনের অস্পষ্টতা দূর শিশু (সংশোধন) আইন-২০১৭ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, যেকোনো আইনের অধীনে অপরাধে যুক্ত শিশুর বিরুদ্ধে শিশু আদালত মামলা হবে। কোনো শিশু সাক্ষী এখানে আসবে না।
এমইউএইচ/আরএস/জেআইএম