রাষ্ট্রপতির সঙ্গে নতুন ইসির সাক্ষাৎ বিকেলে
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবে নতুন নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে অন্যান্য কমিশনারসহ ইসি সচিব এ সাক্ষাতে উপস্থিত থাকবেন। ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার বিকেল ৩টায় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন। রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত কমিশনের এটিই হবে প্রথম সাক্ষাৎ।
গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে কে এম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন। অন্য নির্বাচন কমিশনাররা হলেন- মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রি. জে (অব.) শাহাদৎ হোসেন।
এইচএস/জেডএ/আরআইপি