আইএলও’র সাবেক কর্মকর্তার গাড়ী হস্তান্তর


প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)-এর এক কর্মকর্তা তার ব্যবহৃত শুল্কমুক্ত সুবিধার গাড়ি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরে হস্তান্তর করেছেন। রোববার দুপুরে হাউস নং- এসই (জি) ২, রোড নং- ১৪০, গুলশান-১ এর আইএলও বাংলাদেশ কান্ট্রি অফিস থেকে শুল্ক গোয়েন্দার তদন্ত দলের নিকট গাড়িটি হস্তান্তর করা হয়।

শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করে বিভিন্ন বিদেশি সংস্থা কর্তৃক অবৈধভাবে ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে শুল্ক গোয়েন্দার সাম্প্রতিক তৎপরতার মধ্যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ঢাকাস্থ আইএলও কান্ট্রি অফিস গাড়িটি শুল্ক গোয়েন্দার নিকট হস্তান্তর করে। সাদা রঙের টয়োটা সিডান গাড়িটি ব্যবহার করছিলেন আইএলও বাংলাদেশ কান্ট্রি অফিসের সাবেক কর্মকর্তা মি. ফ্রান্সিস দিলীপ বসন্ত ডি সিলভা।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, আইএলও থেকে শুল্ক গোয়েন্দার সঙ্গে যোগাযোগ করা হয়। গাড়িটির ব্যবহারকারী ছিলেন মি. ফ্রান্সিস দিলীপ বসন্ত ডি সিলভা। তিনি গত ১৭ জুন ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত আইএলও বাংলাদেশে আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।

গাড়ির রেজিস্ট্রেশন নম্বার : এজেএলএ-০০৩৬, চেসিস নং : জেজেডএস ১৩৩-০০৩৩০০১, ইঞ্জিন নং : ২ জেজেড- ০৪২৬৭৪৩, সিসি ২৯৯৭, মডেল- ১৯৯৫।

ফ্রান্সিস দিলীপ বসন্ত ডি সিলভা গত বছরের ৩১ ডিসেম্বর অ্যাসাইমেন্ট শেষ করে স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেন। কিন্তু আইনানুযায়ী তিনি বাংলাদেশ ত্যাগের পূর্বে তার ব্যবহৃত কাস্টমস পাশবুক ও কাস্টমস কর্তৃপক্ষের নিকট গাড়ীটি হস্তান্তর করেননি।

এর আগে গত ডিসেম্বরে শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে আরেকজন আইএলও কর্মকর্তার গাড়ি জব্দ করা হয়েছিল।

জেইউ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।