ভারতের পররাষ্ট্র সচিব আসছেন আজ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (বহুপক্ষীয় ও অর্থনৈতিক সহযোগিতা) সুজাতা মেহতা তিন দিনের সফরে ঢাকায় আসছেন আজ। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উন্নয়ন অংশীদারিত্ব ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে আলোচনা এবং তা আরও জোরদারের লক্ষ্যে তার ঢাকায় আগমন।
ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, সুজাতা মেহতার সঙ্গে আরও আসছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন অংশীদারিত্ব প্রশাসন) অলোক কুমার সিনহা এবং যুগ্ম সচিব (বাংলাদেশ ও মিয়ানমার) শ্রীপ্রিয়া রঙ্গনাথন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেসব কর্মকর্তা বহুপক্ষীয় ও উন্নয়ন সহযোগিতা বিষয় দেখাশোনা করেন, সুজাতা মেহতা তাদের মধ্যে জ্যেষ্ঠতম।
সফরকালে সুজাতা মেহতা বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন বলে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানিয়েছে।
বিএ/পিআর