হাজিরা শেষে কারাগারে সাবেক র‌্যাব কর্মকর্তরা


প্রকাশিত: ০৯:০৬ এএম, ২০ আগস্ট ২০১৪

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ১৫জনকে নিয়মিত হাজিরার জন্য বুধবার সকালে আদালতে আনা হয়। পরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে ১৫ জনকে হাজির করার পর তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, আগামী ১৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ৩০ জুন আদালত শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য বুধবার তারিখ ধার্য করেছিলেন আদালত। সে অনুযায়ী আজ (বুধবার) সকালে কঠোর নিরাপত্তায় র‌্যাব-১১ এর সাবেক কর্মকর্তা অসবরে পাঠানো সেনা কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও অবসরে পাঠানো নৌ বাহিনীর লে. কমান্ডার এম এম রানাসহ ১৫ জনকে আদালতে হাজির করা হয়েছিল।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাজিরার শুনানিতে আগামী ১৩ অক্টোবর পরবর্তী ধার্য দিনে মামলার তদন্ত কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।