এক্সিম ব্যাংকের মানব মানচিত্র প্রদর্শন


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

একাত্তরের শক্তিকে তুলে ধরতে এক্সিম ব্যাংকের কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে নির্মাণ করল লাল সবুজের মানচিত্র। ব্যাংকের প্রায় দুই হাজার কর্মকর্তা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে এই মানচিত্র তৈরি করেন।

শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্যাংকের কর্মকর্তারা বাৎসরিক গেট টুগেদার উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের এই মানব মানচিত্র প্রদর্শন করেন। এ সময় বিজিএমইএ-গর্ব সংগীত প্রতিযোগিতার সেরা ১০ শিল্পী জাতীয় সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মাদ হায়দার আলী মিয়া। এছাড়া  প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এসময় বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলামসহ এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের পরিচালকবৃন্দ, সকল কর্মকর্তারা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন।

এসআই/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।