আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থাহীনতা তৈরি হয়েছে : মিজান
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, রাজনৈতিক সহিংসতা বন্ধে আমরা রাষ্ট্রকে কঠোর হতে বলেছি। কিন্তু তাতে দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর দৌরাত্ম্য অপ্রত্যাশিতভাবে বেড়ে গেছে। ফলে তাদরে ওপর আস্থাহীনতা তৈরি হয়েছে। এ থেকে পরিত্রাণ না পেলে ভয়াবহ পরিবেশ সৃষ্টি হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ আয়োজিত ‘বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস এবং মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
পুলিশের সমালোচনা করে তিনি বলেন, আপনারা যাকে আটক করেন তাদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করুন। ৪-৫ দিন আগে ধরে আটকের পর কাগজ-কলমে দেখাবেন যে ২৪ ঘণ্টা আগে ধরা হয়েছে, এ তামাশা আপনারা এটা বন্ধ করুন।
ড. মিজান আরো বলেন, সাম্প্রতিক সংঘাতকে কোনভাবেই রাজনৈতিক সহিংসতা বলা যাবে না। এটা জঘন্যতম ফৌজদারি অপরাধ, একে নির্মূল করতে হবে। তা না হলে এটি রাজনীতি এবং রাষ্ট্রের উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।
তিনি বলেন, পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, আপনি যদি রাজনীতি করেন তাহলে আইন আপনার জন্য প্রযোজ্য নয়। ফলে আদালতের আদেশ ৩৮ দিন পরও থানায় পৌঁছে না, উধাও হয়ে যায়।
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক মোখলেছুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান প্রমুখ।
এএইচ/আরআই