জামায়াত নিষিদ্ধে মন্ত্রিসভায় বিল শিগগিরই : আইনমন্ত্রী


প্রকাশিত: ১০:২৩ এএম, ০৪ এপ্রিল ২০১৫

জামায়াত ইসলামকে নিষিদ্ধ করতে খুব শিগগিরই মন্ত্রিসভায় বিল উঠতে যাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে `দি রাইজ অব ইন্টারন্যাশনাল আরবিট্রেশন ইন এশিয়া` শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, জামায়াত ইসলামকে নিষিদ্ধ করতে খুব শিগগিরই মন্ত্রিসভায় বিল উঠতে যাচ্ছে। মন্ত্রিসভায় পাস হওয়ার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

জামায়াত ইসলামের বিচার পুরোপুরি থমকে আছে। এ ব্যাপারে আপনি কী বলবেন? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এখন কেবিনেট ডিভিশনে দেয়া আছে। একটু অপেক্ষা করেন, এটা খুব শিগগিরই মন্ত্রিপরিষদের সভায় উপস্থাপন করা হবে এবং এটার অনুমোদন চাওয়া হবে।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১লা আগস্ট ২০১৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জামায়াতের নিবন্ধন সম্পর্কিত একটি রুলের রায়ে এই সংগঠনের নিবন্ধন অবৈধ এবং একে নির্বাচনে অংশগ্রহনের অযোগ্য ঘোষণা করে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।