বিনা পারিশ্রমিকে প্লাস্টিক সার্জারি করবেন বিদেশী চিকিৎসকরা


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৪ এপ্রিল ২০১৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহিংসতায় দগ্ধ রোগীসহ সাধারণ রোগীদের বিনা পারিশ্রমিকে চিকিৎসা দিতে ইউরোপ থেকে ১০ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল ঢাকায় এসেছেন।

শনিবার দুপুরে বার্ন ইউনিটের তৃতীয় তলার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. হাফিজ এ মিল্লাত এ তথ্য জানান। ‘ফর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের’ উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের দশ জনের নাম ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাঙ্গেরির সিনিয়র প্লাস্টিক সার্জন ডা. জর্জ পাতাকি, জার্মানির সিনিয়র প্লাস্টিক সার্জন ডা. পিটার প্রিজলার এবং নেদারল্যান্ডের সিনিয়র নার্স মিসেস গ্রিটা হেসেলিং, বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান।

বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম জানান, রোববার থেকে প্লাস্টিক সার্জারি শুরু করা হবে। আশা করি আমাদের ৪টি অপারেশন থিয়েটারে আগামী সাত দিনে এক থেকে দেড়শ জনকে অপারেশন করতে সক্ষম হব।

এসএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।