কামারুজ্জামানের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন তার আইনজীবীরা। বেলা ১১টা ১০ মিনিটে শিশির মনির, এহসান এ সিদ্দিকসহ পাঁচজন আইনজীবী কারাগারে প্রবেশ করেন। রিভিউ শুনানিসহ প্রয়োজনীয় আইনি পরামর্শের জন্যই আইনজীবীরা কামারুজ্জামানের সঙ্গে দেখা করার অনুমতি নেন বলে জানা গেছে।
প্রায় এক ঘণ্টার সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট শিশির মনির জানান, রিভিউ আবেদনের শুনানিসহ প্রয়োজনীয় আইনি পরামর্শের জন্য আমরা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। রিভিউ আবেদনের শুনানি শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি না জানতে চাইলে শিশির মনির বলেন, সেটা পরের ব্যাপার, আগে রিভিউ আবেদনের শুনানি হোক। কামারুজ্জামান সুস্থ ও স্বাভাবিক আছেন বলেও জানান অ্যাডভোকেট শিশির মনির।
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত এই জামায়াত নেতার রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি আগামীকাল (রোববার) হওয়ার কথা রয়েছে।
এআরএস/আরআইপি