বাংলাদেশকে উপেক্ষা করার সুযোগ নেই ভারতের


প্রকাশিত: ০৬:১৬ এএম, ২০ আগস্ট ২০১৪

ভারতে যে সরকারই  ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশকে উপেক্ষা করার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সকালে সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস-প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ভারতে যে সরকারই  ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশকে উপেক্ষা করার কোন সুযোগ নেই। কারণ বাংলাদেশের চারদিক ভারতের সীমান্ত দিয়ে ঘেরা। স্বাভাবিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের স্বার্থে তারা বাংলাদেশকে উপেক্ষা করতে পারবে না।
 
ভারতের সমর্থনে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে- বিএনপির এই বক্তব্য সর্ম্পককে অর্থমন্ত্রী বলেন, তারা নিজেরাই (বিএনপি) পরমুখাপেক্ষী । বিদেশী প্রভুদের অনুগ্রহ ছাড়া চলতে পারে না।
 
পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকের ফিরে আসার খবর বানোয়াট উল্লেখ করে তিনি জানান, নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু  হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।