সন্দ্বীপ চ্যানেলে খাদ্যশস্য নিয়ে জাহাজডুবি
বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে এমভি মারসাদ-২ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে এক হাজার ৫০ টন খাদ্যশস্য ছিল। শুক্রবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক আক্কাস আলী জানান, চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ৫০ টন খাদ্যশস্য বোঝাই করে এমভি মারসাদ-২ নামে জাহাজটি সন্দ্বীপের দিকে যাচ্ছিল।
সন্দ্বীপ চ্যানেলের সাউথ ইস্ট বয়ারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এমভি সালমা নামে অপর একটি লাইটারেজ জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এমভি মারসাদ-২ ডুবে যায়। পরে পার্শ্ববর্তী আরেকটি জাহাজের নাবিকরা ডুবতে থাকা জাহাজের নাবিকদের উদ্ধার করে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই ডুবে যাওয়া জাহাজের নাবিকদের উদ্ধার করা হয়।
এএইচ/পিআর