আইসিসি সভাপতি পদে আগ্রহ নেই : পাপন


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৩ এপ্রিল ২০১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন, আইসিসি সভাপতির একমাত্র কাজ হলো অ্যাওয়ার্ড দেওয়া। এছাড়া আর কোনো কাজ নেই। আর এই অ্যাওয়ার্ড দেওয়ার দায়িত্ব নিতে বিসিবির প্রেসিডেন্টের পদ ছাড়ার কোনো ইচ্ছে নেই বলে সাফ জানিয়েছেন তিনি। শুক্রবার গুলশানে নিজের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পাপন বলেন, ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সভাপতির পদটা আলঙ্কারিক। আগে এমন ছিলো না। এখন এমনই। আর আইসিসির সভাপতির তেমন কোনো কাজ নেই। পদটি বাংলাদেশের কেউ নেবে কি না তা নিয়েও সংশয় আছে পাপনের। আর মাত্র তিন মাস বাকি আছে পদটির জন্য। তারপর তা ছেড়ে দিতে হবে। তাছাড়া এই বিষয়টি এখন স্পর্শকাতর। সরকারেরও অনুমতি লাগবে। তাই পাপন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। এছাড়া কামাল ভাই (আহম মুস্তফা কামাল) এর সঙ্গেও কথা বলা দরকার।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।