ভোলায় ট্রলার ডুবি : ৩২ ঘণ্টা পর নিখোঁজ ২৪ জেলেকে জীবিত উদ্ধার


প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৩ এপ্রিল ২০১৫

ভোলার  সাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ৩২ ঘণ্টা পর নিখোঁজ ২৪ জেলেকে  জীবিত উদ্ধার করা হয়েছে।  শুক্রবার দুপুর ১টায় উদ্ধারকৃত জেলেদের চিকিৎসার জন্য হাতিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়ার ব্যবস্থা করেছে কোস্টগার্ড।

কক্সবাজারের কুতুবদিয়ার দিদুরুল ইসলামের মালিকানাধিন সমুদ্রগামী মাছধরা ট্রলারটি বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঝড়েরর কবলে পড়ে।  পরে এটি ভোলার ঢালচর সীমানায় ডুবে যায়। ট্রলারে এসময় ২৪জন জেলে ছিল। এরা  লাইফ জ্যাকেট, বয়া ও বাঁশের মাচা ধরে  ৩২ ঘস্টা সাগরে ভেসে থাকে । নিঝুম দ্বীপ এলাকার  জেলেরা তাদের উদ্ধার করে।

ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজা জানান, এদের উদ্ধারকৃত জেলেদের হাতিয়া উপজেলায় নিয়ে আসার জন্য ইতোমধ্যে চট্রগ্রাম থেকে নৌ-বাহিনীর দুটি জাহাজ ও কোস্টগার্ডের ৩টি ট্রলার ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।

ট্রলারের মালিক কক্সবাজারের কুতুবদিয়া এলাকার  দিদারুল ইসলাম ও মাছ ব্যবসায়ী আবুল কালাম আজাদ  এদের উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করেছেন। 

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে রয়েছেন, মাহাবুবু হক, মো. মোবারক হোসেন, নুরুল বাশার, তাজল ইসলাম, মো. এরশাদ, খোরশেদ আলম, মো. রুবেল, সাবের আহম্মেদ, নাজিম উদ্দিন, আমির হামজা, মো. রফিক, সাদেক হোসেন, মো. মানিক, আজগর আলী, নুর তাহের, করিম মাঝি এদের বাড়ী কুতুবদিয়া উপজেলার বাড়গোপ ইউনিয়নের আজম কলোনী গ্রামে।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।