আমেরিকা-ইসরাইলের যৌথ বিমান প্রতিরক্ষা পরীক্ষা


প্রকাশিত: ১১:০১ এএম, ০২ এপ্রিল ২০১৫

আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল যৌথভাবে নতুন এক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে। গত সপ্তাহে ‘ডেভিড’স স্লিং’ নামের ক্ষেপণাস্ত্র বিরোধী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা শুরু হয় এবং মঙ্গলবারে তা শেষ হয়েছে বলে জানিয়েছেন এ প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তারা।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পেন্টাগনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা বলেছে, চলতি সপ্তাহে ইসরাইলের কেন্দ্রস্থলে ‘ডেভিড’স স্লিং’এর পরীক্ষা করা হয়। ‘ডেভিড’স স্লিং’ দিয়ে বিমান, গাইডেড রকেট এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যাবে।

পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে দাবি করে বলা হয়, এটি ভবিষ্যতে ইসরাইলের প্রতিরক্ষা সক্ষমতার আস্থা বাড়াবে। দীর্ঘকাল ধরেই ইসরাইলের সামরিক বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তি খাতের ব্যয় মার্কিন আইনপ্রণেতারা উদার হাতে যোগান দিয়ে যাচ্ছে।

ইসরাইলের আয়রন ডোম খাতে সাড়ে ২২ কোটি ডলার তহবিল যোগান দেয়ার জন্য গত বছর ভোট দিয়েছে মার্কিন কংগ্রেস।

এসএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।