দুর্নীতির মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা গ্রেফতার


প্রকাশিত: ০৬:৫০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির অভিযোগে করা মামলায় আজ সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এ এইচ এম তাওহিদ জামান,  সহকারী রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসাইন।

২০১২ সালে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি। অাজ এই মামলায় তাদের গ্রেফতার করা হলো।

এ মামলাটি তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক ফজলুল বারী। তিনি জানান-  জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণ নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেকশন গ্রেড দেয়া হয়েছিল। পরে ২০১২ সালে জনৈক ব্যক্তি মামলাটি করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়,  সরকারের নিষেধাজ্ঞার পরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে সিলেকশন গ্রেড দিয়ে আসামিরা সরকারের এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাত করেন। পরে আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠান।  

জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।