শিগগিরই পাস হতে যাচ্ছে ছিটমহল চুক্তি


প্রকাশিত: ১০:৫০ এএম, ০২ এপ্রিল ২০১৫

বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে স্থলসীমান্ত ছিটমহল চুক্তি ও সীমান্ত সন্ত্রাস বন্ধ চুক্তি শীঘ্রই পাস হতে যাচ্ছে ভারতের সংসদে। এছাড়া আরও বেশ কিছু চুক্তি পাস হবে বলে দেশটির সাংবাদিকদের জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সংশ্লিষ্ট সূত্র থেকে আরো জানা যায়, বাংলাদেশের সাথে ভারতের ছিটমহল চুক্তিটি ভারতের সংসদের উচ্চকক্ষে ও নিম্নকক্ষে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে। গত বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ছিটমহলসহ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্ত অঞ্চল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র সাথে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এ সময় সীমান্ত এলাকা ঘুরে বিএসএফের কাজে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পরে সাংবাদিকদের জানান, ভারত-বাংলাদেশ বিদ্যমান সমস্যা সমাধানে দু’দেশের পক্ষ থেকেই নানা উদ্যোগ নেয়া হচ্ছে।

রাজনাথ সিং বলেন, ‘ভারত বাংলাদেশ সীমান্তচুক্তি বাস্তবায়ন ও সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। এ ব্যাপারে প্রয়োজনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলবো।’

রাআহা/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।