চট্টগ্রামে ডিসি কার্যালয়ে ই-সেবা চালু


প্রকাশিত: ০৯:৫০ এএম, ০২ এপ্রিল ২০১৫

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার থেকে চালু হয়েছে ই-সেবা ও ফ্রন্টডেস্ক।

জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা স্বল্প সময়ে, স্বল্প খরচে ও ঝামেলাহীন ভাবে প্রদানের লক্ষে ২০১১ সালের ১৪ নভেম্বর দেশের সকল জেলার সাথে চট্টগ্রামেও জেলা ই-সেবা কেন্দ্র স্থাপন করা হলেও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তা ছিল ধীর গতির। বরং এতে ভুক্তভোগীদের নানা হয়রানি হতে হয়েছে।

নবরূপে সজ্জ্বিত ই-সেবা কেন্দ্রে রয়েছে সুদৃশ্য আধুনিক ফ্রন্টডেস্ক-যেখানে সমস্ত নাগরিক ও দাপ্তরিক আবেদন সরাসরি, ডাকযোগে কিংবা ই-মেইলে গ্রহণ করা হবে।

বেলা ১১টায় জেলা কার্যালয়ের ই-সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। এসময় বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর শাহা, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ ও সহকারী কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।