‘যান্ত্রিক গোলোযোগে’ মহাখালীতে বাসে আগুন


প্রকাশিত: ১২:২৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীর মহাখালীতে উজান-ভাটি পরিবহনের বাসে আগুনের কারণ বাসটির ‘যান্ত্রিক গোলোযোগ’ বলে উল্লেখ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পার্কিংয়ের পর হঠাৎ করেই আগুন লাগে বাসটিতে।
 
এর আগে বিকেলে মহাখালী বাসস্ট্যান্ডে বাসটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান জাগো নিউজকে বলেন, ঢাকায় ফিরে বাসটি পার্কিং করা হয়। এরপরই এতে আগুন ধরে যায়। যান্ত্রিক গোলোযোগ থেকেই আগুনের সূত্রপাত। এতে বাসটির ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
 
তবে বাসটি খালি থাকায় কেউ হতাহত হয়নি বলে জানান আতাউর রহমান।
 
এআর/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।